ফুল শয্যা
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ২২-০১-২০২৫ ইং, বুধবার।

বিবাহের প্রথম রাতে
রেখে হাত হাতে হাতে
কথা দিই একটা তো পণ
তুমি দু-চোখের স্বপন।

আমি যে চাই তোমাকে
দিও প্রেম এই আমাকে,
হৃদয়ের মধ্যখানে
রাখিবো প্রেমের দানে।

তুমি ফুল ভ্রমর আমি
কত না মনের কামী!
দু'টি কূল সুখ ঠিকানা
আমি তো আর একা না।

নুরে নুর নুরের আলো
আঁধারে প্রদীপ জ্বালো,
পিয়াসে পিয়াস মেটাও
প্রাণে প্রাণ তুমি এটাও।

আকাশে তারার মেলা
ভাসে ওই সুখের ভেলা,
বরষার বৃষ্টি ঝরাও
আমাকে বক্ষে জড়াও।

হাসিতে মুক্তা ঝরে
দেখে না পলক পড়ে,
উদাসী মন বলে তাই
নীরবে কোন্ বনে যাই?

শুনেছি পরীর দেশে
রাজা ও রানির বেশে,
প্রেমিকার আনাগোনা
প্রণয়ের ডাক ও মোনা!

চলো না যাই সেথাতে
দু'জনে একই সাথে,
মেলিয়া প্রেমের ডানা
চলিবো নাইকো মানা।

রজনী গভীর যখন
ঘুমাবে সবাই তখন,
ফুলে ফুল ফুল শয্যাতে
ঢাকিবে মুখ লজ্জাতে।