ফজরের প্রার্থনা
মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী
রচনাঃ ১০-১০-২০২৪ ইং

প্রতিদিন ফজরের নামাজের শেষে,
কাঁদি আমি জারেজার ফকিরের বেশে।
অপরাধী কত পাপ এই ঘাড়ে জমা,
ওগো প্রভু রহমান করে দাও ক্ষমা!

চোখ-মুখ, হাত, পা'র আছে কত পাপ!
মনে পড়ে আঁখি ঝরে বড় অভিশাপ।
ভুল বুঝে ত্রাসে ত্রাসে দু'নয়ন ভাসে,
জানি না মউত কবে, তা কখন আসে?

জানা আর অজানা ও জাহেরি বাতিন,
সুনজর দিয়ে দেখো হে আল-মাতীন!
কেমনে বহন করি এত পাপ আমি ?
করিও না পরকালে আমায় আসামি।

বেশুমার গুনাগার তুলেছি দু'হাত,
মহাপাপী বান্দা আমি দাও'গো নাজাত।
তুমি এক অদ্বিতীয় আর কেহ নাই,
সিজদাতে নুয়ে কাঁদি সালাতের ঠাঁই।

ফিরিয়ে দিও'না প্রভু আমি নিরুপায়,
মিসকিন এ এতিম বড় অসহায়,
মাফ চাই করো মাফ ওগো পরওয়ার!
এ জীবনে আর কিছু নাই তো চাওয়ার।