একুশ মানে
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ২০-০২-২০২৫ ইং

একুশ মানে উনিশ শত
বাহান্নের এক দিন,
ন্যায্য দাবি আদায় করা
শোক মাতমের বীণ।

একুশ মানে পাকবাহিনীর
করুণ শাসন হাল!
বাংলা ভাষার বিবর্তনে
উর্দু ভাষার চাল।

একুশ মানে ফেব্রুয়ারির
একুশ তারিখ ভাই,
কারফিউ জারি ভঙ্গ করে
মাতৃভাষার ঠাঁই।

একুশ মানে নির্মমতার
রাজপথের এক ভয়,
ঘরের কোণে হাত গুটিয়ে
লুকিয়ে থাকা নয়।

একুশ মানে রক্তক্ষরণ
তাজা প্রাণের ক্ষয়,
মাতৃভাষা বাংলা আমার
ছিনিয়ে আনা জয়।

একুশ মানে বিপ্লবী বীর
বজ্রভাষণ এই,
বঙ্গতে মোর স্বৈরাচারীর
জ্যান্ততে ঠাঁই নেই।