একটা চাওয়া
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১৬-১১-২০২৪ ইং
যত্রতত্র-
চাই না আমি সম্মাননা সনদপত্র,
পাত্রমিত্র-
চাই না আমি বিলাসবহুল রাজচ্ছত্র।
দালান-বাড়ি-
চাই না আমি অর্থ-কড়ি কাঁড়ি-কাঁড়ি,
এসি গাড়ি-
চাই না আমি উদরপূর্তি পকেট ভারি।
রূপের নারী-
চাই না আমি, আমার এই না অন্তর জুড়ি,
অহংকারী-
চাই না আমি হীরা-পান্না স্বর্ণ ভুরি।
একটা আশা-
চাই যে আমি সব মানুষের ভালোবাসা,
একটা ভাষা-
অন্তরেরই প্রেম পেতে চাই খাসা খাসা।
এই তো চাওয়া-
হয় গো যদি এই জীবনে আমার পাওয়া,
নয় তো ধাওয়া-
স্বর্গপুরের স্বর্গলোকের স্বর্গে যাওয়া।
ধন্য জীবন-
জন্ম নিয়ে মায়ের কোলে এই না ভবে,
হইবে সৃজন-
জান্নাতেরই মধ্যখানে ঘরটা তবে।