একলা জীবন
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০৯-০১-২০২৫ ই, বৃহস্পতিবার।

নাইরে আমার মায়ের পেটের
ভাই আর কোনো বোন,
ভাইয়া বলে ডাকিস যখন
মন গলে যায় শোন।

হায়রে আমার মন্দ কপাল
একটা ছিলো ভাই,
মায়ের মুখে গল্প শোনা
সেও তো এখন নাই!

খুব ছোটতে বিদায় নিয়ে
চলে গেছে হায়!
তাই তো এখন একলা জীবন
নাই কেহ মোর মায়।

ভুবন ঘুরি পাই না কোথাও
ভাই-বোনেরই খোঁজ,
একটা যদি পড়শীও পাই
নিত্য করি খোঁজ।

আসমানেরই চাঁদ যেন পাই
আত্মহারা মন,
তাকেই ভাবি এ পৃথিবীর
সাতরাজারই ধন।