একাত্তরের বিজয় কেতন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-১২-২০২৪ ইং
লাখ লাখ শহিদের রুধির ক্ষরণে,
আরো লাখো মা-বোনের সম্ভ্রম হরণে!
লাল-সবুজের ওই বিজয় কেতন,
গাছে পাখি বাগে ফুল ভুলোক চেতন।
স্বামীহারা বাবাহারা বিবিহারা কেউ,
রণাঙ্গনেরই রণে ব্যথাভরা ঢেউ।
জীবনের বিনিময়ে রাখা অবদান,
বিজয়ের আঁখিজলে ভিজে উপাধান।
জানাই তাঁদের প্রতি সালাম ও শ্রদ্ধা,
চিরদিন অমলিন এ দেশের যোদ্ধা।
যাবে না কখনো ভোলা কোনদিন কভু,
দোয়া করি পরপারে ভালো রেখো প্রভু।