এক পলকের তুমি
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনা: ২৯-১২-২০২৪ ইং

কতদিন পরে প্রেম সরোবরে
দু'জন দু'জনে হয় দেখা,
ওগো মিষ্টি মেয়ে অপলকে চেয়ে
ভাবে মন নই আর একা।

যেদিকে তাকাই শাখায় শাখায়
ফুল গাছে তুমি ফোটা ফুল,
নীড়হারা তাই নীড় খুঁজে পায়
তীরহারা পায় খুঁজে কূল।

অনুভূতি জাগে তব অনুরাগে
কল্পনার জগতে হারাই,
এ কী তুমি সেই! কতকাল নেই
অনুভবে দু'হাত বাড়াই।

এসো এসো ফিরে এ বুকের নীড়ে
ফের বাঁধি দু'জনাতে ঘর,
ছিলাম যেমন এখনো তেমন
করতে পারিনি কভু পর।

মেটে না তো সাধ মানে না সে বাধ
অনন্যমন তুমিতেই বেশ,
রাখো চোখে চোখ যাক দূরে শোক
তুমিহীন এ জীবন শেষ!

বলো কিছু বলো আঁখি টলোমলো
বলতেই পড়লো পলক,
দেখি তুমি নেই আমি একা সেই
অবসান প্রেমের খলক!