ঈদের দাওয়াত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০৩-২০২৫ ইং

রোজার শেষে আসছে হেসে
ঈদের খুশির দিন,
দাওয়াত দিলাম বন্ধু এসো
বাজবে সুখের বীণ।

পড়বে নামাজ করবে দোয়া
তুলবে দু'টি কর্,
তারপরে ভাই আর দেরি না
আসবে মোদের ঘর।

সঙ্গে নিবে বাচ্চা বিবি
নতুন পোশাক গায়,
পড়শীবাসী দেখবে সবাই
এই আমাদের গাঁয়।

ফিরনি দেবো সেমাই দেবো
মিষ্টি ভেজা খই,
মাংস পোলাও সঙ্গে আরও
গরুর দুধের দই।

ঘুরবো সবাই একসাথে তাই
থাকবে হাসি মুখ,
এর থেকে কি আর পাওয়া যায়
ঈদের দিনে সুখ ?