দুঃখরা দেয় সান্ত্বনা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১১-১০-২০২৪ ইং
আম্মু তোমার ওপারে ঠাঁই
আমি ভুবন 'পর,
তোমার মতো নেই কেউ আপন
বুকের মাঝে ঝড়!
দুঃখ-জ্বালা চাবুক মারে
মা জননী কই ?
আসবে তাদের দিবে বাধা
সেই আশাতে রই।
কান্না ঝরে চোখের কোণায়
আঁখির পাতা ক্ষয়,
দুঃখ বলে ডাকতো দেখি
তোর কথা কে কয়?
আসবে না আর মায়ের মতো
আপন তো তোর কেউ,
বিধির নিয়ম ঝরবে নয়ন
উঠবে ব্যথার ঢেউ।
ধৈর্য ধরিস আল্লাহ স্মরিস
না পুষ মনে রোষ,
তাঁর হুকুমেই আমরা চলি
দিস না মোদের দোষ।