দুঃখ সুখের প্রেম (অন্তর গহীনে অন্তর দহন)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-১২-২০২৪ ইং
প্রেম ভালো না, খুব যে ভালো
মন্দ কপাল গুণে,
সুখের নায়ে পাল তুলে সে
খায় কারো মন ঘুণে।
এই প্রেমই তো দুখের পরেও
সুখ দিয়ে দেয় হানা,
বুঝে না সে ধনী-গরিব
টাকা-কড়ির মানা।
ভালোবাসা শান্তি সে দেয়
দুঃখ আবার মনে,
সময় কাটে প্রিয়তমার
প্রহর গুনে গুনে।
যাযাবরের জীবন খানা
দহন গহীন বনে,
চোখের পানি বাধ মানে না
বিরহী গান শুনে।
কারো জীবন স্বর্গ সুখের
অঙ্গে কারো কাফন,
কেউ বা প্রেমের রাজমহলে
কেউ কবরে দাফন!
রঙিন প্রেমের এই ভুবনে
দুঃখ সুখের খেলা,
জীবন নদীর জোয়ারভাটায়
এভাবে যায় বেলা।