দুই প্রেমিকের জীবন
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ২২-০৯-২০২৪ ইং, ১২:৪০, এ এম।
আয়রে তোফাজ্জল এই বুকে আয়,
কেনো জানি তোর তরে মন কুরে খায়?
পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন,
কতটা কষ্টে গেছে অতীতের দিন!
তোর সাথে নাই মোর রক্তের টান,
তবু যেন জীবনের কিছু মিলে গান।
এ জীবন ধ্বংস তো প্রেমের কারণ,
বুক ফেটে যায় তবু বলতে বারণ।
পাগলের বেশে তুই ঘুরলি ভুবন,
ষোলআনা ছিলো মোর বিরহে ডুবন।
লাথি চড় খালি তুই কত অবিচার!
পাইনি কখনো আমি কারো সুবিচার।
তুই তো সবার কাছে আজ প্রিয়জন,
নিরালায় অগোচরে কাঁদে এই মন।
বাঁচবো না তাকে ছাড়া ছিলো পণ এই,
বেঁচে আছি তুই হায় পৃথিবীতে নেই!
সব কিছু হারিয়ে তো দিয়ে গেলি প্রাণ!
আমার জীবন খানা বিধাতার দান।
মরণ তো হলো তোর শহীদী মরণ,
বেঁচে আছি আমি তা যে ভিন্ন ধরণ।
গরল করেছি পান যায়নি'কো দম,
আসিয়া ফিরিয়া গেছে কাছে এসে যম।
বিশ্বভুবন তোকে করে রে স্মরণ,
দুখের পাহাড়ে মোর জীবন গড়ন।
মা ও বাবা নাই তোর দেখেনি দহন,
আমিও এতিম আজ যায় না সহন।
ব্যথার সাগরে তোর অঙ্গে কাফন,
জ্যান্ততে লাশ আমি হয়নি দাফন!