ধীশক্তির অন্তর্ধান
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০৯-২০২৪ ইং
ভাবিনি কখনো দেখিতে হইবে
মানুষেই করে মানুষকে খুন,
লানত রবের তাহাদের 'পরে
নরপিশাচের অন্তরে ঘুণ।
মানুষ নামের দানব উহারা
মানবকুলেতে জন্মেছে হায়!
বিবেকের নাশ সমাজের ত্রাস
জনতারা এর নির্মূল চায়।
কোথায় রহিলো দেশের আইন
রহিলো কোথায় মেধাবীর ঠাঁই,
মেধাবী মানে কি হত্যাযজ্ঞ
জ্ঞান বিকাশের পুস্তকে পাই?
এমন শিক্ষা চায় না সমাজ
চায় না দেশের নিয়ম-কানুন,
মেধাবীর আজ জ্ঞানের অভাব
অজ্ঞ তাহারা দু'পায়ে সানুন।
ভার্সিটি নয় প্রাইমারিতেই
যোগ্য তাদের আসনটা হোক,
মানুষ হইয়া মানুষ হত্যা
কেমনে সহিবো করুণ এ শোক ?