ধর্ষকের ফাঁসি চাই
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-০২-২০২৫ ইং

বয়সের অব্দটা দশ কিবা বারো,
বিভীষিকা ধর্ষণ ভাবতে কি পারো !
এ কেমন দুনিয়াটা কিশোরী তরুণী?
সম্ভ্রম কাড়ে তার মুক্ত সরণি।

কচিকচি অঙ্গতে ক্ষত ক্ষত দাগ,
মুখ বাঁধা হাত বাঁধা ওঠে মনে রাগ।
ধর ধর মার তার কেটে দে লিঙ্গ,
মানুষ না পশু তারা ভয়ানক সিংহ।

এদের জনম কোথা পরিচয়হীন ?
অবৈধ সন্তান ঠিকানা বিহীন।
জারজের গুণ আছে নিষ্পাপ হয়,
কোন সে জারজ এরা পাপাচারে রয়?

মানুষ না দানবের ধরেছে যে রূপ,
জাগ্রত প্রশাসন কেন আজ চুপ?
এমন দানবরূপী চাই না মানুষ,
বিষাক্ত নাগ তারা করে ফুসফুস।

একটা শব্দ আর কোনো কথা নাই,
এসো ভাই দেশবাসী হাতটা মিলাই।
ধর্ষণে কর্ষণ চাই নাকো আর,
ফাঁসির দাবিতে চাই এর সুবিচার।