ছত্রিশ কলার এক কলা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৭-০৬-২০২৪ ইং
নারীর জন্য জগৎ পাগল
মাটির আদম পুরুষ,
পুষ্পবাগে ভ্রমর ছুটে
নৃত্যতে রয় ফুরুস।
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নারীর পানে ছুটে,
বৈরাগী হয় নারীর কারণ
সুখ ভালে না জুটে।
এই নারীতেই সংসার গড়ে
এই নারীতেই ভাঙে,
বিশ্বভুবন নারীর কারণ
সপ্ত রঙে রাঙে।
নারীর জন্য জীবন সুখের
নারীর জন্য মরণ,
হয় যাযাবর নারীর জন্য
নিভৃতে তার স্মরণ।
ময়মুরুব্বি কয় সমাজে
ছত্রিশ কলা নারীর,
জীবন মরণ দুই নিহিত
তার আঁচলে শাড়ীর।
ছত্রিশ কলার এক কলা তার
চমক দেখায় নারী,
সেই চমকে পাগল হয়ে
পুরুষ ছাড়ে বাড়ি।