চল দাদু ভাই বইমেলা
মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী
রচনাঃ ০৮-০২-২০২৫ ইং
চল দাদু ভাই আমরা সবাই
বইমেলা যাই চল,
দেখবি সেথা পাঠক ক্রেতা
কত লোকের ঢল!
দেখছে কেহ পড়ছে কেহ
কিনছে কেহ তাই,
সবার মনে খুশির ধ্যানে
সুখের সীমা নাই!
উড়ছে উলু মিডিয়াগুলো
প্রচার করার তর,
বলছে গবি তুলছে ছবি
সাজানো বই ঘর।
উঠছে রবি লেখক কবি
দিচ্ছে জ্ঞানের দান,
হেমন্তকাল সবুজ ও লাল
জ্ঞানই মনের ধান।
বইয়ের মেলা যাচ্ছে বেলা
আনন্দে হই'চই,
খোকন সোনা আর দেরি না
চল ত্বরা ভাই কই?
কিনতে হবে পড়তে হবে
বুঝতে হবে বই,
বইয়ের পাতায় সর্বচূড়ায়
আরোহণের মই।