চিত্তে রবের বিচরণ (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-১১-২০২৪ ই

তোমাদের ন্যায় আমি করতে পারি
পশুর মতোও আচরণ,
বিবেক আমার তাতে দেয় যে বাধা
চিত্তে রবের বিচরণ।

কভু কভু রাগ করি ক্ষণিকের তর
তারপর অনুতাপে বেদনার ঝড়,,
রাগ ঝাল ভুলে করি মনকে বারণ,
চিত্তে রবের বিচরণ।

কুকুরের কাজ সে তো কুকুরে করে
মানুষের শোভা তাতে পায় কি কভু?
ক্ষমা করে দেওয়া সে তো মানবিক গুণ
শিক্ষাটা দিয়েছেন মহান প্রভু।

তোমাদের দেওয়া ঘাতে ধৈর্য ধরি
বিপদে-আপদে মহান আল্লাহ স্মরি,,
যদিও হৃদয়ে হয় রক্তক্ষরণ!
চিত্তে রবের বিচরণ।

অন্যায় অবিচারে মানবতা ক্ষয়
মানুষ তো না সে অমানুষ ভাই,
মানব নামের হিং দানব প্রাণি
ইহ-পরকালে তার কোনো ক্ষমা নাই।

মিত্র শত্রুকেও ভালোবাসি আমি
ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে দামি,,
রোষ ভুলে প্রীতিভোজে করি যে স্মরণ।
চিত্তে রবের বিচরণ।