চিরদিনের সাথী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৮-২০২৪ ইং
তুই যে আমার কলম-কালি
আর প্রণেতা আমি,
হয় না কিছুই তোকে ছাড়া
সবচেয়ে তুই দামি।
ইতিহাসের হয় সূচনা
কাব্য ছন্দ তালে,
শুকনো গাছেও পাতা গজায়
ফুল ফুটে মগ'ডালে।
পুবাকাশে উদিত তুই
প্রভাত বেলার সূর্য,
সংগ্রামী এই জীবনযাত্রায়
রণাঙ্গনের তূর্য।
রন্ধ্রে রন্ধ্রে দেহের মাঝে
নিঃশ্বাসে প্রাণ বায়ু,
তোর কারণেই জীবন-ধারণ
বেঁচে থাকার আয়ু।
দুঃখ সুখের মধ্যখানে
আঁধার রাতের বাতি,
তুই যে আমার বাঁচন-মরণ
চিরদিনের সাথী।