ছাত্রসমাজ নয় রাজাকার  (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৬-০৭-২০২৪ ইং

কোটা প্রথা বাতিল করে
মেধাবীদের মান দেওয়াটা,
এই ছিলো ভাই ছাত্র ঢাবির
অভিযোগের তাই ধাওয়াটা।

"তুমি বা কে আমি বা কে
সব রাজাকার সব রাজাকার",
শখের বশে নেয়নি এ নাম
ছাত্রসমাজ চায় অধিকার।

ন্যায্য দাবি পেশ করাটাই
রাজাকারের এই অপবাদ,
হক কথাতে গলায় ছুরি
জেল ফাঁসি হয় খুব অপরাধ।

ন্যায় অধিকার চাওয়াই যদি
রাজাকারের সংজ্ঞাটা হয়,
তাই ভেবেছে ছাত্রসমাজ
মেনে নিতে নাই কোনো ভয়।

যতই মারো বুলেট বোমা
দেশজনগণ চায় অধিকার,
কোটা প্রথার সমাধি হোক
ছাত্রসমাজ নয় রাজাকার।

রাজার কথায় মাথায় বহন
অপবাদের বিষ ডালিটা,
সম্মানে তাঁর শিরোধার্য
যদিও খারাপ এই গালিটা।