চাঙ্গা চাচার রাঙা বৌ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-১২-২০২৫ ইং

চাঙ্গা চাচা রাঙা বধূ
আনলো চাচার ঘর,
তাই না দেখে তার ভাতিজার
বুকের ভেতর ঝড়।

হায়রে চাচা করলি এ কী
ভাঙলি গাছের ডাল!
দ্যাখ না চেয়ে কেন্দে কেন্দে
তোর ভাতিজার হাল।

বৃদ্ধকালে কাইড়া নিলি
আমার হবু বৌ,
পুষ্পবাগের পুষ্পকলির
করলি হরণ মৌ!

দাঁত পড়েছে চুল পেকেছে
মারলি আমার হক,
ফোকলা দাঁতের বদনে তোর
ঢিলাঢালা ত্বক।

অধর দু'খান দোমড়ানো হায়
ক্যামনে দিবি চুম?
চিন্তাতে মোর মাথা ঘোরে
হয় না রাতে ঘুম।

ও চাচাজান মারলিরে প্রাণ
পাই না সাগর কূল,
তোর ভাতিজার মন বাগানে
ফুটলো না আর ফুল।