বোঝনা আমাকে (মাত্রাবৃত্ত ছন্দ)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৩-১২-২০২৪ ইং
তোমরা বোঝনা, চোখেতে দেখো না
চিনো না যে এই আমাকে ভাই,
চেতনাবিহীন ঘোর আঁধারেই
টান মারো জোর তামাকে তাই।
সত্যটাকেই তুলে ধরি আমি
কাব্যমালার বাসরে ঠিক,
হয় নাকো তাই আমিটার ঠাঁই
তোমাদের ওই আসরে ধিক।
বিদ্বেষী মন জ্বলনে কলিজা
বিধ্বংসী বাণ কুরবে জয়,
দৃষ্টিশোভনে মুগ্ধতে কেউ
অঙ্কতে কম নীরবে ভয়!
ক্ষতি করি না কাহারোর আমি
কেন কর্কশ আচরণ এ?
আমি তো থাকি না চাটুকারিতায়
সবাতেই করি বিচরণ যে।
বুঝি না হিন্দু, কিংবা মুসলিম
বুঝি না বৌদ্ধ খ্রিস্টা জাত,
মানুষ হিসেবে মানুষ চিনিয়া
রহি সদা তাঁর মহিমে মাত।
অসৎ লোকেরও কিছু গুণ থাকে
ধরি তা কলম খাতার পাতে,
অপকর্মের প্রতিবাদ করি
থুথু ফেলি তার আত্মা-খাতে।