বৃষ্টিভেজা প্রেম ২
মোঃ ইব্রাহিম হোসেন

বৃষ্টির মাঝে এলোকেশে
মন উতলা হলো,
এসো এসো আমার সাথে
প্রিয় কথা বলো।

গুরুর বাণী বৃষ্টিতে যে
ভিজতে আছে মানা,
সর্দি লেগে জ্বর হবে তাই
সবার'ই তো জানা।

তাড়িত্ বেগে এসো তড়িত
কেউ দেখার'ই আগে,
দু'জন মিলে বলবো কথা
ভিজে ফুলের বাগে।

অবিরত বৃষ্টি পড়ে
মেঘলা আকাশ খানা,
তোমায় নিয়ে উড়ে যাবো
মেলে দুটি ডানা।

আড়াল করে রাখবো তোমায়
শাড়ীর আঁচল তলে,
চুপিচুপি বলবো কথা
বৃষ্টি কন্যার জলে।