বৃষ্টিভেজা প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৭-২০২৪ ইং

রিমঝিম রিমঝিম বৃষ্টির জল,
মন চায় প্রিয়া তুই মোর সাথে চল।
বল কিছু বল,
নামে আজ ঢল।

আনচান আনচান করে এই মন,
বুকের ভেতর দ্যাখ উঠেছে কাঁপন।
তুই প্রিয়জন,
মনের মতন।

বৃষ্টিতে ভিজি আজ চল অঙ্গনে,
আমি তোর তুই মোর এই নির্জনে।
আয় এক সনে,
মিশি দুই জনে।

নাই প্রিয় এই মনে ভিজিবার সাধ,
উঠেছে তুফান নদে নভে মেঘনাদ।
আছে তাতে বাধ,
ভয়াবহ খাদ!

সমাজের চোখে এতে হারাবে যে মান,
জানাজানি হলে শেষে যাবে গর্দান।
নাই সমাধান,
যাহ্ বাবু জান।