বলো ভালোবাসি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ৭-০২-২০২৫ ইং, বৃহস্পতিবার
গোদাগাড়ী রাজশাহী।

এই মেয়ে! শোনো বলি একটু তাকাও,
তব প্রেমে উন্মাদ আমাকে বাঁচাও।
নিঃস্ব হলেও আমি উদার এ মন,
যুগযুগ ধরে সদা করিবো যতন।

একবার যদি বলো ভালোবাসি প্রিয়,
চাই না কিছুই শুধু প্রেমটুকু দিও।
উজাড় করিয়া তুমি সবটুকু নিও,
হৃদয়ের যত প্রেম আমাকেও স্বীয়।

হালকা হালকা দিও কোমল পরশ,
মিষ্টি মুখের বাণী মিষ্টি সরস।
পাশেপাশে থেকো শুধু আজীবন প্রিয়া,
অন্তরে ঠাঁই দেবো এ জীবন দিয়া।

তুমি জান তুমি প্রাণ পৃথিবীর সুখ,
ভুলে যাই সব ব্যথা দেখে ওই মুখ।
তুমিই আমার ঘরে চান্দের আলো,
সবচেয়ে তোমাকেই বাসিয়াছি ভালো।

তুমিহীন এ জীবন তিমির আঁধার,
বাঁচিয়া থাকার তরে ভূ-কূলে আধার।
ক্ষণে ক্ষণে হাসি দিয়ে থাকো পাশাপাশি 
হাতে হাত রেখে সদা বলো ভালোবাসি।