👉বই প্রকাশ নিয়ে কিছু কথা👈

বই বিক্রির আশায় বই প্রকাশ করতে চাইলে লেখক তার বই প্রকাশ করতে পারবেন না।
কারণ, গুটিকয়েক লেখক ছাড়া (যারা অনেক উপরে উঠে গেছেন) কারোর বই বিক্রি হয় না বা প্রকাশনী বিক্রি করার জন্য কোনো প্রচেষ্টাও চালায় না। আর তারা বিক্রির প্রচেষ্টা করবেই বা কেন?  তারা লেখকের কাছ থেকে তাদের প্রকাশনী রীতিমত পেয়েই যাচ্ছে। লেখকের বই তো তারা ফ্রীতে প্রকাশ করে না। তাদের  করে যাদের মাথায় তেল আছে।

কারণ তাদের প্রচার-প্রচারণা করলে প্রকাশনীর দাম বাড়বে, তাদের নাম করা প্রকাশন হবে, বড় বড় লেখক তাদের কাছে বই প্রকাশ করছে এই বলে।  সাধারণ লেখক প্রকাশিত বইটিও তারা খুব সহজে রকমারিতেও দিতে চায় না, অনেক তেল মারতে হয় একটা প্রকাশিত বই রকমারিতে দিতেও।

তাছাড়া অনেক প্রকাশনী সাধারণ লেখকদের মানও দেয় না। তাদের সাধের বইটি প্রকাশ করার জন্য প্রকাশনীর তেল দিতে দিতে সাধারণ লেখকদের তেলও শেষ হয়ে যায়। অনেক অতিষ্ঠ হয়, হতাশাগ্রস্থ হয়ে পড়ে লেখকরা।

তবুও বই প্রকাশ করতে লেখকের মনে একটা প্রবল ইচ্ছা জাগে  স্মৃতি করে ধরে রাখার জন্য, বই বিক্রি করার জন্য নয়।

আমার বাড়িতে প্রায় লাখখানেক টাকার বই আছে।
যা অনেক কষ্ট করে তিলেতিলে প্রকাশ করেছি।
সুকেশ বাক্স, গ্যালারি ভর্তি। এইসব দেখে ঘরের স্ত্রী বকাঝকাও করে।

তারপরও মন চাই আরও বই প্রকাশ করি। কিন্তু টাকার কারণে পারি না।
এখনো কয়েকটি বইয়ের পাণ্ডুলিপি রেডি করা আছে।
টাকার জন্য প্রকাশ করতে পারছি না।
তবুও যা প্রকাশ হয়েছে, কম হলেও মহান আল্লাহ তায়ালা মনের ইচ্ছা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ।

আর যৌথ বই করতে ইচ্ছেও জাগে না। কারণ, সেখানে একটা, দু'টা, পাঁচটা কবিতা দিয়ে মন ভরে না। আমার কথা হলো, আমার লেখা বই পড়তে পড়তে দিন শেষ হয়ে যাবে, তবুও পড়া শেষ হবে না। এমনভাবে বই প্রকাশ করতে না পারলে মনের তৃপ্তি মেটে না। তারপরও অনেক যৌথ বইয়ে অংশগ্রহণ করি, মন মানে না। তাই তো বলি বই বিক্রি আশায় বই প্রকাশ করতে চাইলে তার বই প্রকাশ করা হবে না।

কারণ, ১০০% নিশ্চিত তার প্রকাশিত লেখা বই বিক্রি করে তার খরচ কখনোই উঠবে না।
তবে আগেই বলেছি, কিছু কিছু লেখক ব্যতিত।
কেননা, তারা অনেক বড় বড় লেখক কবি, অনেক উপরে উঠে গেছেন। তাদের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।

আমার নিজের সংকলন ও অন্যের সংকলন যৌথ বইয়ে অংশগ্রহণ করা হয়েছে প্রায় ৪০ টি।
একক হয়েছে ৪টি "মিষ্টি প্রেমের ছোঁয়া", "ইতি কথা", "বৈচিত্র্যময় জীবন" ও "মমতাময়ী মা জননী"।

উপন্যাস "অভিলাষী মন" বইটিও এ সপ্তাহে প্রেসে যাবে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। বইটি অবশ্যই প্রকাশনী তার নিজ খরচে বের করছে। বইটির লেখা তাদের অনেক পছন্দ হয়েছে বলে। আমাকে সৌজন্য কপি তিনটি দেবে বলেছে। আমি আরও ১০টি বই কেনার প্রত্যাশা ব্যক্ত করেছি।
আল্লাহ ভরসা, বাকি বইগুলো কবে প্রকাশ করতে পারবো?

পান্ডুলিপি রেডি আছে,
উপন্যাস 'ভালোবাসার রঙ',
'নিষ্ঠুর নিয়তি'
'উদীপ্ত চেতনা' ও
প্রেমের নিরঞ্জনা কবিতার বই।
এ ছাড়াও আল্লাহর রহমতে আরও বই প্রকাশ করার মত অনেক লেখা আছে। যেগুলোর এখনো কোনো পাণ্ডুলিপি তৈরি করিনি।

মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী
তারিখঃ ০৮-১২-২০২৪ ইং