বই প্রাপ্তির শুকরিয়া - আলহামদুলিল্লাহ।
আজ মমতাময়ী মা জননী বইটি হাতে পেলাম 🥰🥰
হে আল্লাহ! আপনি দীর্ঘ দশমাস অসহনীয় প্রতীক্ষার পর মায়ের স্মরণার্থে "মমতাময়ী মা জননী" চতুর্থ একক কাব্যগ্রন্থ প্রকাশ করার তৌফিক দান করেছেন। আপনার কাছে লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি- আলহামদুলিল্লাহ।
তারপরও জানাই প্রিয়নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি লাখো কোটি কোটি দুরুদ ও সালাম (সঃ)।
তারপর করি জনমদাতা পিতামাতার প্রতি শ্রদ্ধা নিবেদন। যাঁদের স্নেহ-মমতা, ভালোবাসার করিডোরে লালিত-পালিত হয়ে আজ এত বড় হয়েছি। আল্লাহ যেন তাঁদের উভয়কেই জান্নাতুন ফেরদাউস নসিব করেন- আমিন।
এরপর জানাই বেঁচে থাকার আধার, সুখ-দুঃখের সাথী, জীবন-মরণের সঙ্গী, বিপদে অনুপ্রেরণাদানকারী প্রাণ-প্রিয় সহধর্মিণীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা,
যার অনুপ্রেরণায় এতদূর আসা!
আল্লাহ যেন আমাদেরকে তাঁর রহমতের ছায়াতলে আচ্ছাদিত রাখেন এবং কাল-হাশরেও যেন জান্নাতের ফুল বাগানে চিরস্থায়ী মুখোমুখি রাখেন ভালোবাসার অটুট বন্ধনে - আমিন।
আরও শুকরিয়া জ্ঞাপন করি আমার শুভাকাঙ্ক্ষী প্রাণপ্রিয় কবি, সাহিত্যিক, প্রকাশক ও সমস্ত পাঠক-পাঠিকার প্রতি।
যাঁরা অক্লান্ত পরিশ্রমে আমার লেখার উদ্দীপনা জাগরণে নিরলসভাবে মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করেছেন।
আমি সকলের কাছেই দোয়াপ্রার্থী এবং সকলের প্রতিই রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️❤️
বইটি উৎসর্গ করা হয়েছে জনমদুখিনী, গর্ভধারিণী মা জননীর প্রতি।
আপনারাও বইটি পড়তে পারেন।
বইটি পড়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো।
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
তারিখঃ ১৩-১০-২০২৪ ইং,