বিষাক্ত প্রেম   (সেই তুমি নেই আজ)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৭-২০২৪ ইং

প্রেম করা ভালো নয় প্রেমে আছে বিষ,
জীবনটা লাশ হয় জ্যান্ততে ইশ!
ধিকিধিকি জ্বলে বুকে ভীষণ দহন!
নাভিশ্বাসের জ্বালা যায় না সহন।

কাটে না যে দিন রাত কাটে না প্রহর,
প্রতিটি মুহূর্তই বিষাদে জহর।
জাগে না মনের মাঝে বাঁচিবার সাধ,
জীবনের চারিদিকে বিরহের বাঁধ।

কান্নারা বাসা বাঁধে চোখের কোণায়,
দুঃখরা বেদনার বি জাল  বোনায়।
নিরালায় একাকীতে জোরে  চিৎকার,
ব্যর্থ জীবনটাকে ছি'তে ধিৎকার!

জন্মটা হলো কেন বাঁচা বড় দায় ?
প্রেমের দহনে মন কুরে কুরে খায়।
হায় হায় প্রিয়তমা নাই কাছে নাই!
এ জীবন সংসার আর নাহি চাই।

প্রেম করে ভালোবাসা বড় অপরাধ,
পাই না সমাজে মান পাই অপবাদ।
বুঝে না কেহই মনে কী যে ঝড় বয়,
সুন্দর দেহ মন তিলেতিলে ক্ষয়!

প্রেম মানে কাঁটা তার বেদনার ঝড়,
স্বপ্ন বাসর ভাঙে, ভাঙে সে যে ঘর।
বিষাক্ত এই প্রেমে বুকে হাহাকার!
বিরহবিধুর জ্বালা মিলে একাকার।