বিচার নাই
মো: ইব্রাহিম হোসেন
রচনা: ১৫-০৭-২০২৪ ইং

দীন দ্বারে ঘুরি এ দুনিয়া জুড়ি
বিচার পাওয়ার আশে,
পাই না বিচার ভালো না আচার
এ নয়ন জলে ভাসে।

প্রশাসন থানা চায় শুধু দানা
বাদি বিবাদী'র কাছে,
নির্দোষ দোষী আসামির ফাঁসি
পাপীরা হরষে নাচে।

হারে এ আইন করে না সাইন
সত্য খাতার পাতে,
তিলেতিলে ক্ষয় হয় পরাজয়
মরে চাবুকের ঘাতে।

চারিদিকে ঘুষ জনতা বেহুঁশ
এ যেন মরণ ব্যাধি,
মানবতা নাই বিবেকের ঠাঁই
অসহায় আজ কাঁদি।

শোকে হায় হায় বাঁচা বড় দায়
গরিব মানেই পাপী,
ইহা অপরাধ শুধু অপবাদ
জগৎ শ্রেষ্ঠ শাপি।

ইহকালে আর ওগো পরওয়ার
সত্য বিচার নাহি,
বিচারের নামে ভালে ধরাধামে
জুটে অনলের দাহি।

টাকাতে জীবন টাকাতে মরণ
টাকাতেই আনে সুখ,
টাকার কারণে দুখের দহনে
বিষণ্ণতায় মুখ।

টাকা আছে যার এ পৃথিবী তার
সর্বসুখের দেখা,
টাকাহীন লোক ভয়াবহ শোক
ঘুরে না ভাগ্য রেখা।

অসৎ দাপট করে যে সাপট
সত্য বিচার কই?
হে বিচারপতি! নাই কোনো গতি
তোমার আশাতে রই।