বিচ্ছেদের দহন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-১২-২০২৪ ইং

ওগো বিধি এ তোমার কেমন লিখন !
আজীবন এক ভ্রমে মাশুলে শিখন।
এক দুই করে তিন কবুলে গ্রহণ,
খাতা ও কলমে হয় নিবন্ধীকরণ।

জীবনে চলার পথে হয় কত ভুল!
সব তুমি মাফ করে দিয়ে থাকো কূল।
এমন বিধান কেন কোরানে রচন?
ওগো প্রভু দয়াবান তোমারি বচন।

ভুল হলে সাজা পায় এইতো আইন,
ধর্ষণ হননে হয় ফাঁসিতে ফাইন।
সব ভুলে মাফ আছে প্রাণ বধে জমা,
মুখের জবানে ভুল চাই তার ক্ষমা।

তোমার বিধান জানি অগ্রাহ্যের নয়,
বান্দা আমি মহাপাপী তুমি দয়াময়।
পারবো না এ বিধান মানিবার আমি,
দেবো না বিবির হতে কাহাকেও স্বামী।

বিবিও চাহে না কভু সম্ভ্রমের হরণ,
এই হলে এর আগে দিওগো মরণ।
এক ভুলে দু'জনেই আজ অসহায়,
এমনি পাষাণ বাণী  হায় নিরুপায়!

কেউ কি কখনো চায় এমন দহন?
বিবেকের ক্রোধে মন যায় না সহন।
নরকের অতলেও যদি হয় ঠাঁই,
এ বিধান বাতিলেই তাকে আমি চাই।