বাঁশ
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১৬-০১-২০২৪ ইং, বৃহস্পতিবার।
এসো সব ভাই- বোন বাঁশ চিনি আজ,
মানব সমাজে তার হয় কত কাজ!
গরিবের বাঁশ ছাড়া চলে নাকো ধাম,
টাটি-বেড়া সবজির মাচা কত কাম!
কমবেশি পৃথিবীর সবাই তা চিনে,
বাঁশ দিয়ে ঘর-বাড়ি বাঁধ দেয় টিনে।
কথা কাজে মিল যদি না-ই থাকে কারো,
আছিলা বাঁশের গজ দেয় তাকে আরো।
গ্রামগঞ্জে, শহরেতে শাটারিং ছাদে,
হয় কি দালান বলো এই বেণু বাদে?
বেণুবন যেখানেতে সারিসারি থাকে,
শীতল ছায়ায় বসে কবি ছবি আঁকে।
কী দারুণ পরিবেশ গরমের দিন!
শৈত্যপ্রবাহের সূত্র হিম বায়ুহীন।
শীতলতা খুঁজে পায় বাঁশতলে ওই,
বেণুবাতা দিয়ে নাও গো-গাড়ির ছই।
আরো কত কী যে কাজে লাগে ভাই বাঁশ,
আসে জল দু'নয়নে ধরে মনে ত্রাস!
জীবনের শেষ দিনে শেষ আয়োজন,
কবরের পাটাতনে বাঁশ প্রয়োজন।