বাহান্ন ও চব্বিশের স্মৃতি
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী
রচনাঃ ০২-০২-২০২৫ ইং

বছর ঘুরে হৃদয় জুড়ে
বারবার একুশ আসে,
সালাম শফিক দেশের আশিক
দুই নয়নে ভাসে।

বায়ান্নতে স্মৃতির পটে
রয় চিরদিন খাড়া,
রক্তের ঢলে চোখের জলে
বাংলা ভাষার সাড়া।

সেই ভাষাতে আঁখির পাতে
স্বপ্ন কত আঁকা!
একুশের এই স্মৃতিটা সেই
হয় না কভু ফাঁকা।

চব্বিশে ফের ঝরলো তো ঢের
রক্ত নদীর নালা,
আনলো ভাষা চিত্তে আশা
মিটলো মনের জ্বালা।

তাঁদের তরে দু'চোখ ঝরে
শ্রাবণ মেঘের ধারা,
গভীর শোকে দুইটি চোখে
রক্ত দিলেন যাঁরা।

বাহান্ন ও চব্বিশে-ও
স্বাধীন ভাষার জন্য,
কওমি দামাল ছাত্র কামাল
জীবন দিয়ে ধন্য।

আত্মদানে তাঁদের শানে
বিজয় আনেন প্রভু,
চোখের তারায় অশ্রু গড়ায়
যায় না ভোলা কভু।