এতিমের ফরিয়াদ
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ২৬-১১-২০২৪ ইং

কত কথা চাপা ব্যথা হে মালিক রব!
কারে বলি? একা চলি জানো তুমি সব।
মনে মনে নিরোজনে এ মনের বাক,
যত ব্যথা যথাতথা হৃদয়েই থাক।

নাই কেহ জ্বলে দেহ আগুনের তাপ,
নীড় হারা তীর হারা বিয়োগে মা-বাপ।
এ এতিম অপ্রতিম দাবানলে রোজ,
দ্বারে দ্বারে ঘুরেফিরে মা-বাবার খোঁজ।

খুঁজি একা নাই দেখা কোথা গেলে পাই?
তা পাবো না সে তো জানা দোয়া করি তাই।
আঁখি ঝরে জলে ভরে মা-বাবার তর,
তব দ্বারে নত শিরে মোনাজাতে কর্।