আমজনতার বাংলাদেশ
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০৮-০১-২০২৫ ইং
এ দেশ কারোর নয়কো বাবার
কারোর স্বামীর ছেলের না,
লক্ষ কোটি আমজনতার
মাতৃভূমি বাংলা মা।
মুষ্টিমেয় এক একাধিক
কোনো দলের তাও তো না,
জনগণের ভোটের দ্বারায়
নির্বাচিত একজনা।
দেশ চালাতে শাসক লাগে
তাই করা হয় নির্বাচন,
দেশ-জনগণ চায় যে যাকে
সেই তো দেশের প্রধান হন।
পাঁচ বছরের মেয়দকালে
অর্পিত দেশ তার কাছে,
সৎ সততার নির্দেশনায়
থাকলে পরে প্রাণ বাঁচে।
দেশের সাথে হয় যখনই
বেইমানি তার কর্মফল,
দেশ ও জাতি দাঁড়ায় রুখে
হয় তখনই তার বিফল।
পায় না-রে ঠাঁই বঙ্গে কোথাও
প্রাণ বাঁচাতে বিদেশ যায়,
বিদ্রোহী সব দেশের তরুণ
বিপ্লবে তার ফাঁসি চায়।
দু'চারদিনের ক্ষমতা বল
কীসের করো বীজ বপন?
কারো তো পাপ নয় কভু বাপ
পাপের ভারে হয় পতন।
বিবেকনাশার রাজ-ক্ষমতা
এক নিমিষেই ধ্বংসে শেষ!
তাই বলে যাই দাও হৃদে ঠাঁই
আমজনতার বাংলাদেশ।