আমি মিসকিন
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ০৬-০১-২০২৫ ইং

আমি দীন, ধনহীন এক শ্রমিক,
আমি আশিক, প্রিয় নবীর প্রেমিক।
আমি তাঁতি, কামার, কুমার, জেলে,
আমি কৃষক, কৃষাণী মায়ের ছেলে।

আমি রাখাল, চরাই গরু, ছাগল,
আমি পাগল, বলি আবোল-তাবোল।
আমি পথিক, রাস্তা রাস্তা ঘুরি,
আমি বাচাল, কথ্য লালন করি।

আমি আগুন, জ্বালাই অগ্নির লেলিহান,
আমি তুফান, করি অহং অবসান।
আমি পানি, আনি জলোচ্ছ্বাস বন্যার গ্লানি,
আমি নীরব হয়ে শীতল করে দেই সান্ত্বনার বাণী।

আমি দাস, মহান রবের সৃষ্টি,
করি দাসত্ব, ফেলি অবাক চোখের দৃষ্টি।
তিনি মহীয়ান, গরীয়ান, গড়েছেন বিশ্ব,
মানুষ কত ক্ষমতাশালী, তবু্ও নিঃস্ব!

আমি মালিকের আঘাতের বেড়াজালে
বিনাদোষে করি দণ্ডে দণ্ডে নৃত্য,
আমি মিসকিন, আমি গোলাম, এতিম-অসহায়
নবীর উম্মত, হতদরিদ্র এক ভৃত্য।