আমার মতন আমি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৯-২০২৪ ইং

আমার লেখায় কান্দে কেহ
কারোর বাড়ে দুখ,
কারোর জ্বলে কারোর ফাটে
কারোর হাসি মুখ।

কেউ বলে ভাই খুব ভালো হয়
বিদ্রুপে রয় কেউ,
কেউ খুশি হয়  কেউ খুশি নয়
কারোর সুখের ঢেউ।

যে যা বলুক লেখার গতি
চলবে এমন ভাই,
সত্য ন্যায়ের পক্ষে লড়াই
সত্যতে ভয় নাই।

কলম আমার বাস্তবমুখী
কল্পনাতেও রয়,
জীবন নামের বৃক্ষতলে
জয়-পরাজয় হয়।

এই পৃথিবীর এই তো নীতি
সবাই ভালো নয়,
দুঃখ সুখের নদীরই স্রোত
উজান-ভাটি বয়।

শুভ্র কালো জগৎ আলো
দুইয়ের মাঝেই গুণ,
রাগ করি না এই তো জানি
মন্দে ধরে ঘুণ।

আমার মতন আমি চলি
একটা আমার মন,
লাভ কিছু নাই কাঁড়ির কাঁড়ি
থাকলে পরের ধন।