আজও তোমার প্রতীক্ষায়
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ৩০-১০১-২০২৪ ইং।

নয়কো পঁচিশ কিংবা তিরিশ
একশো বছর হলেও,
আসলে তুমি করবো বিয়ে
এ প্রাণ চলে গেলেও।

এই জনমে না হয় যদি
পর জনমে এলেও,
কাবিন হবে রব ইশারায়
জান্নাতি হুর পেলেও।

আমার মনের প্রেম ছিলো না
মিথ্যা কভু ভুলেও,
বলবো তোমায় ভালোবাসি
মরণ হলে শূলেও।

প্রেম করেছি ভয় করিনি
মৃত্যু কাছে পেয়েও,
বোবা ছিলো মুখটা তোমার
দুই চোখে তা চেয়েও।

হার মানিনি মানবো না হার
ভাসলে সাগর জলেও,
প্রভুর রায়েও পরবো ফাঁসি
প্রেমের দায়ে গলেও।

বলবো তবুও চাই তোমাকে
আমার রবের কাছেও,
কালহাশরে মুক্তিদানে
যদিও না প্রাণ বাঁচেও।