আজ রাতের স্বপ্ন
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১৮-১০-২০২৪ ইং, শুক্রবার।
নিশি রাত বাড়ো হাত কোথা থেকে আসো?
চুপিচুপি মন দিয়ে মিছা ভালোবাসো।
ঘুম থেকে জেগে দেখি হায় তুমি নাই!
শূন্য শূন্য লাগে যেদিকে তাকাই।
গেলো রাত ফজরের আযানের ক্ষণ,
হাসিমাখা মুখ দেখে জুড়ে গেলো মন।
পঁচিশ বছর পর রঙিন স্বপন,
তোমাকে পেয়েই ফের পুনঃ তা বপন।
কাছে এসে হাত ধরে কত যে আদর,
শাড়ির আঁচল করো গায়ের'ই চাদর।
এইভাবে কাটে ক্ষণ অপলকে আঁখি,
বুকের মধ্যখানে তুমি জান-পাখী।
সুরে সুরে কথা যেন দু'জনেই কবি,
হৃদয়ের মণিকোঠে আঁকি তব ছবি।
মিষ্টি মিষ্টি করে নাম ধরে ডাকা,
লুকাও হঠাৎ করে সব কিছু ফাঁকা।
অঝোরে নয়ন ঝরে সাগরে গড়ায়,
কষ্টরা কাছে এসে চাপটে জড়ায়।
ভাবিয়া তোমায় কাঁদি স্বপ্নের রাণী,
আসিয়া ঝরাও কেন দু'চোখের পানি?