আইয়ামে জাহেলিয়া
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
রচনাঃ ১৯-১২-২০২৪ ইং

আইয়ামে জাহেলিয়া যুগ এলো না কি?
মানবতা নাই কোথা ধোঁকাবাজি ফাঁকি।
মারামারি খুন দেশে রক্তের ক্ষরণ,
অপকামে মাতামাতি সম্ভ্রম হরণ!

ইসলাম নিয়ে কেন ছিনিমিনি খেলা ?
নিদারুণ কষ্টতে যে কাটে আজ বেলা!
বহু বিয়ে প্রচলনে উৎসাহক তারা,
ঘর ভাঙে মন ভাঙে নারী ভিটা ছাড়া।

মসজিদে সহবাস  ভণ্ডামি এ যে কী,
মাদরাসায় ধর্ষণ ধিক্কারে ছি ছি ছি!
ইজতেমাতেও খুন মাজারেও চোর,
মানুষ নামের এরা শয়তানি ঘোর।

অগ্নি দহন সংসার নরকের গোলা,
অসহন নিপীড়ন এ জীবন ঘোলা।
নীতিহীন অবিচার কোথা পাই শান্তি?
হিংসারই দাবানলে ভয়াবহ ক্রান্তি!

সেকালের একালের তফাতটা কই?
অবাক দৃষ্টিগোচর বাকহীনে রই।
বিভীষিকা ক্ষণদায় নীরবে চিৎকার,
আমার আমিকে দেই সজোরে ধিৎকার।