মৃদুমন্দ সমীরণে দোলা দিয়ে আসে বিস্মৃতির প্রহর-
অন্ধ আবছায়ায় নিঃশব্দে চলে নিরবতার কারসাজি!
সবুজ রঙিন পাতাটা পদতলে পিষ্ঠ-শুকনো মড়মড়ে শব্দে আসক্ত।
ভেঙ্গে যাওয়া নদীর দু-কূল জুড়ে- উচ্ছিষ্ট ভাঙ্গণ স্বপ্নটা বিষাক্ত!
কান্নার সুখ মাটিতে পড়ে- সীমাবদ্ধ সময়টা থাকে ক্ষণিক-
বিরহের গানে শ্রুতিমধুর লগনে চলে - মন খারাপের ঝিলিক।
আগামীর পথে জোৎস্নাহীন চাঁদ- পুড়তে থাকে আলোর পানে চেয়ে,
দুঃসময়ে দূরের পরাজয় নিদারুণ সুরে-কাছে আসে সে পথ বেয়ে।
ধুলো জমা টেবিলটার প্রতি কোণে, সঙ্গাহীন জীবন রেখার ছাপ!
পুরোনো দেয়ালটার ইতিহাসে-ঝুলে থাকা দিন-রাত্রির অভিশাপ!
কাছের হৃদয় আপনার আপন-
শিরায় রক্তের রঙ কি?
পর করে দেয়া অনিত্য জীবন-
লালসার চোখ দেখি।
বিস্মৃতিতে তলিয়ে যাওয়া ক্ষণ গুলো
পালাক্রমে জড়োসড়ো-
অভিযোগ পালায় অধিকার ছিনিয়ে বলে তার মন বড়ো!