বিরূপ

স্বপ্নের রংমহলে-
একদিন আর্তনাদ-নয়তো হাসি-
আলো-আঁধারের এ খেলায়,
ধূলোমাখা শহরে জঞ্জাল হয়ে বাঁচি
এই খেলাঘর আর ঐকতানের সুর-
কখনো মূল্যবান-নয়তো নিষ্ঠুর।
রাতের অন্ধকার আজ ক্লান্তিভরা ঘুমচোখে হারায়;
দিনের সূচনায় খোলা চোখ বুজে অন্ধ- অমানবিকতায়।
অসহায় বুক জড়িয়ে ধরতে,
বিশদ কার্পণ্য!
নির্মমতার নদীতে উপচে পড়া জলে, শুধুই দূষিত গন্ধ!
দুশ্চিন্তার প্রলেপে মস্তিষ্ক ছেয়েছে-
মরিচিকা যত আশা;
নিঃশ্বাসের সাথে বাজি ধরেছে-
জীবন-মরণের পিপাসা!
সুখের উল্লাসে দিশাহীন ভেলায়,
মগ্ন হয়ে বসবাস-
সভ্য সমাজের রীতিনীতির খেলায়,
নগ্নতার বহিঃপ্রকাশ।
সুপ্ত থাকা সৌন্দর্য এখানে উপেক্ষিত,  
নিষ্পাপে ঢাকে বহিরাবরণ;
উদ্ভ্রান্ত চোখ-উদার বুক নিপিড়ীত,
বাঁচার আকুতি খুঁজছে মরণ!
আকাশের তারা কভু লক্ষ্যহারা,
মিটমিটিয়ে জ্বলে-
আলোর বসবাসে কালো ছড়িয়ে,
মিষ্টি কথা বলে!
বিষাক্ত তীর বিদ্ধ করছে শুদ্ধ বুক-
সমোলচনায় রূদ্ধ পথ,
অধৈর্য্য অসুখ ফিরে ফিরে ডাকুক
থমকে যায় মনুষ্যত্বের রথ!