বাসনার পহাড় গড়েছি যত
হৃদয় উপত্যকায়-
ভুল করে ভালোর মতো
ভাঙ্গলে তা নিরবতায়!
এখন ভিতরে শব্দ খুঁজি-
কোলাহলেও সুর তোলে আবেগ-
নিশুতিরাত বিনিদ্রতায় প্রভাত
বৃষ্টি ঝড়িয়ে দূরে থাকে মেঘ!
বিশ্রুত কিছু প্রেমগল্প শুনিয়েছি কত-
ফুরিয়েছে সময় দ্বিধায় পড়ে অসহায়-
আমার গল্পের পাতায় শুধু ভাঁজ পড়ে যায়,
অনুপম সে সব স্মৃতির বিষাদ কাটে নিরালায়!
অক্ষত স্বপ্নটা পাশ বালিশে মুখ লুকোয় অজানায়-
বিকৃত এ শূন্য হৃদয়ে অবিকৃত থাকো,
অন্তরালে-হতাশায়!
এখন বিশ্বাসের আশ্বাসে নিয়মিত শ্বাসকষ্ট হয়-
গলির কোণে দীর্ঘশ্বাস উড়াই, নিকোটিনের বিষাক্ততায়!
ল্যাম্পপোস্টের সাদা আলোতে খুঁজি অদেখা কোনো জয়-
ছিঁড়ে যাওয়া পোস্টারে লেগে থাকা আমার আহত স্মৃতির সঞ্চয়!