এই যে রাতের পর রাত নিকোটিনে পোড়াচ্ছি,
একটা বিন্দুকে কেন্দ্র করে রোজ ঘুরে আসছি পৃথিবী।
বেঁচে নেই বলে অন্ধকারের নেকাবে চুমু বিকিয়ে আসছি,
এটুকু কি বেঁচে থাকা নয়?
চায়ের গেলাসে ধোঁয়া গিলছি, হুল্লোড় গিলছি - হৈ গিলছি।
গিলছি কোলাহল, নির্জনতা।
গিলে নিচ্ছি সমস্ত একাকিত্ব।
এটুকু কি বেঁচে থাকা নয়?
বেঁচে থাকতে হলে কি প্রেম একান্তই আবশ্যক? মোহিনী চোখ, কামিনী ঠোঁট আর আদিম ইশারা? এটুকুই কি প্রেম?
তবে, ওই ছদ্মনামের আকাশী ঢের প্রেমিকা।
হউক না ঠোঁটের লিপ্সটিক আনাড়ি হাতের আঁকা আলপনা।
কিংবা চোখের ব্যস্ত কাজলে জমে থাকা আর্তনাদ কিছুটা।
বেঁচে থাকতে হলে কি দুখ লাগেনা?
শুধু কি সুখেই জীবন?
৩০ই মে ২০১৮