চোখে নদী নিয়ে শুষ্ক গলায় পেরুই রুক্ষ মরুভূমি,
উন্মেষিত চারা দেখে জঙ্গলের খোঁজে নামি
ইচ্ছের জঙ্গলে আত্মঘাতে উন্মুখ পাখি,
বেপরোয়া জীবনভর— এই অপারগতা কোথায় রাখি?
স্মৃতির জঙ্গল পুড়িয়ে দিলে আর ডাকবো না
লিখবো না আর চিঠি, পুড়ে যাবো বুকের দাবানলে।
প্রেমবতী গোলাপ যেদিন আর ফুটবেনা
পুড়িয়ে দিও জমানো ছিলো যতো চিঠি
শ্লেষাত্মক শোক গ্রাস করেছে, ভেঙে গেছে মূর্ছনা
বুকে নিয়ে প্রস্ফুটিত কুড়ি, মৃতদের শহরে জীবন বেচি—
আমরা যারা আজো ভালোবাসি।
১৫ আগস্ট ২০১৮