খুলে দেখি তোমার কিশোরীবেলা— গত পরশুর জানলায়
জলছাপ মাখা সোনা, ফলে আছে তার গায়
খুলে দেখি হরিৎ মহারথ— কাঁচা আলোর বুকে
তুমি অমন জড়িয়ে আছো আমন শস্য শীষে
তুমি যেনো সোনালী ঘ্রাণের— এমনও শীতের ভোর
মায়ের হাতের আদর মাখানো ভাপা পিঠার আতর
খুলে দেখি— আলোর মাখামাখি, উজান নদীর স্রোত
জলের গায়ে পড়লো কোমল, নাবিক দিনের রোদ
তোমার ঢঙে উড়ছে সারস, পলাশ দিনের সুতো
মোহন বাজাও সানাই সখি— অবতার হলো মীনও
খুলে দেখি— জানলায়, এমনও পবন আনকা
পদ্মরঙে উঠছো ফুটে, ভেঙে প্রস্তর পলকা



১৪ মার্চ ২০২২