উড়ে যায় পাখিদ্বয়, শীত মুছে ফেলে ডানা
যেনো; নিশ্চুপ - দীঘির জলে শূন্য চোখ ফেলে থাকা
কুহেলি ভীষণ আশ্লেষী আগ্রাসে -
সমস্ত নিয়ে যায় - লাঙলের বাঁকা ঠোঁটে
উড়ে যায় মেঘ - ছুঁয়ে নাদান নদী জল - সুধাময়
দৃশ্যের প্রসারিত বাহু জড়িয়ে মায়াময় -
ভ্রমর গড়ে একাগ্র বলয়
বেসুমার বিপন্নতায় - কাঁপে অন্তর
বুঁদ হয়ে থাকে অলীক স্বপ্নের ভেতর
জেগে থাকে দ্বীন দৈনন্দিন জীবন অপার, সম্ভাবনাময় ভূমি
গড়ে উঠে গাঢ় মনুমেন্ট - যার বন্দেগী তুমি
মন্ত্রের মতো বেজে যাচ্ছে অজর গান গহীন
সহজাত বোধে মগ্নতায় - জড়িয়ে যায় দূরাগত ঢেউ ফেনিল
আহ্বান ভুলে গিয়ে বারবার তুলে নাও বেদনার ঘোলাটে জল,
পৃথিবী জানবে না কভু, কেমন উপোসে আছে অচ্ছুত প্রেমের কমল
১৬ই সেপ্টেম্বর ২০২০