আমি, এক পলাতক সৈনিকের তলোয়ার
যুদ্ধময়দানে পরে আছি - ভাবলেশহীন
রক্তের ক্ষুধা মিটেনি আজো,
আসমুদ্র তৃষ্ণা নিয়ে জেগে আছি অনন্তের মরুদ্যানে -
তৃষ্ণা আমারে ক্লান্ত করেনি কভু।
ফুলের মধু খেয়ে দেখেছি - তৃষ্ণা মিটে না
সুপেয় নদীর জল খেয়ে দেখেছি - তৃষ্ণা মিটে না
আকণ্ঠ ডুবেছি ঘ্রাণে - তৃষ্ণা মিটে না
দেখেছি - শুধু এই রক্তের উষ্ণতা
তড়িৎ বেগে তীরন্দাজের আন্দাজে
স্পষ্ট থেকে স্পৃশ্যতায় - দূরবীনে গলা শুকিয়ে আসে কেবল
দৃঢ়তার মদির আমারে মাতাল করে চিরদিন
ডুবে দেখেছি স্নিগ্ধতম শুভ্রতায় - দুর্গম পথ
গিয়েছি অতল - কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গে শৃঙ্গার - অদেখা আলো
ভোরের নিভে যাওয়া কালোয় ফুটে উঠা রক্তজবায় তৃষ্ণার্ত কাক -
মিথিলা পবনে তবু লেগে থাকে উত্তরের ডাক
যেনো এক রক্তের শ্রাবণ - ডিস্টিল্ড ওয়াটার।
নিবিড় শুয়ে থাকা ক্লান্তিকর - ঘাস - উইপোকার ঢিবি জেগে উঠে ক্রমশ
কামড়ে খায় শাণিত প্রতিভা, শীতল হয় ছায়া
আততায়ী ঘুম শ্লাঘনীয় রক্তের সুধায়
বিপরীত বিপর্যয়ে বইতে থাকে - হাওয়া কেটে বুকের ভেতর
১০ ডিসেম্বর ২০২১