লিখে রেখো দুঃখের কপালে, এক বিন্দু শিশিরের শরীরে, প্রেমিকার আর্দ্র রজনীর সমর্পণে, সিঁদুরের লালে, বিষাদের নীলে, নিঃসঙ্গতার যোনিতে, কলমের কালোয়, শাদা গাঙচিলের পাখনায়, কাশেদের বনে, ঢেউএর ভাঁজে, মেঘেদের শুভ্রতায়, এপিটাফের অক্ষরে।
আমি বেশি কিছু চাইনি, চেয়েছিলাম সামান্য এক পাখির জীবন!
আর বিধাতা? তিনি কিনা আমাকে বন্দী করলেন অপার এক পরাধীনতায়! অভিশাপ হিসেবে দিলেন মনুষ্য জীবন?

৬ জুলাই ২০১৮