দুঃখ রেখো না৷ উড়িয়ে দাও ছাই৷
তোমাকে পোড়াক, তুমি হয়ে উঠো দশভূজা রণে রঙ্গিনী
সেই অমিয় পাথর -
ধ্বংসের সম্মুখে তুমি ঠায় অনড় অমিতাভ - রণসঙ্গীত
দাবানল হয়ে উঠো মর্ত্যের তুচ্ছাতিতুচ্ছে, হও শুদ্ধতম মদির সুর।
যুদ্ধকে বদলে দিতে পারো অনিন্দ্যের সর্বনামে
সৃষ্টির সূচনায় অগ্রজ অঙ্গীকার তোমার - যা কিছু শুভ্র শারদ।
তুমি সেই গহন জ্ঞান, সুখে বেঁচে উঠা স্বপ্নীল প্রজাপতি
আবহমান প্রাঞ্জলতা, নদীর নাব্যতা।  
তুমিই আরাধ্য৷ তুমি দুঃখ রেখো না।
দুঃখ কেবলই এক চড়ুই, আর -
তুমি স্বভাবে বাবুই৷



১৬ অক্টোবর ২০২১