আমি কোন তারিখে কোন সালে
পাব তোমার দেখা,
এভাবে আর থাকতে আমার
ভালো লাগেনা একা।
রাত যায় বসে বসে
চোখের সামনে ভাসে শুধু
কালো কালো রেখা,
দিন হলেই দেখি আমি
সব কিছুই ফাঁকা।
তুমি সাপ দেখেছ
দেখনি তার মণি,
ওগো বেখেয়ালী হতভাগা সখা,
দেখনি তুমি হৃদয়টাতে ভরা আমার
কত ছবি আঁকা।
নাইবা হলাম নদী আমি
নাইবা হলাম শাখা,
তাই বলে কি ঘুরব আমি?
ঘুরছে যেমন পৃথিবীটা,
ঘুরছে গাড়ীর চাকা?
রচনাকাল - ১৯৯৮ খ্রিষ্টাব্দ