মোর অপরাধ।
প্রশ্ন জাগে মোর মনে।
যে মেয়েটি পতিতা হলো,
একদিন সে ধর্ষিতা হয়েছিল
সেদিন থেকে।
আমি জানতে চেয়েছিলুম
জন্মের পর সেও তো জমেছিল
মিটাবে একদিন মনের অনেক সাধ,
এটাই কি মোর অপরাধ?
প্রশ্ন জাগে মোর মনে।
টাকা দিয়ে জয় করা যায়
প্রভাব, প্রতিপত্তি,
সৃষ্টির যত ঐশ্বর্য।
কিন্তু মানুষ পরিণত হয়
বিবেকহীন পশুর মতো।
পরিবারে সৃষ্টি হয় তেমন বিচ্ছেদ
যেমন দিলে হয়
নদীর মধ্যে বাঁধ,
এটাই কি মোর অপরাধ?
প্রশ্ন জাগে মোর মনে।
আদর্শহীন পিতার সন্তান হয়
লুটতরাজ, ককটেল আর পিস্তল বাজ।
আমি নির্দেশ দেয় নির্ভয়ে
উৎখাত যদি করতে চাস
সুষ্ঠুভাবে বাঁচতে চাস
ওদেরকে আগে তোরা
গাছের সঙ্গে বাধ,
এটাই কি মোর অপরাধ?
প্রশ্ন জাগে মোর মনে।
আমি আর্তনাদ করে বলি
বুক ফেটে হায়,
তোরা কেন থাকতে চাসনা?
সবাই মিলে,
এই সমাজে কাঁধে মিলে কাঁধ,
এটাই কি মোর অপরাধ?