সাদাসিধে সৎ লোক
আমাদের ইমাম,
সমাজে সে দেয় বাধা
যত সব অকাম আর কুকাম।

যতই সে করে অনুরোধ
বাড়ি আসি আসি,
সবাই যেন ঘুরতে চায়
গলায় নিয়ে ঢোল আর বাঁশি।

অধঃপতনে গেছে সবাই,
উপায় আর নাই,
যতক্ষণ না ইমাম মাহাদী
আসবে দুনিয়ায়।